টি-টোয়েন্টির গুল

টি-টোয়েন্টি বিশ্বকাপে উমর গুলকে হারানোটা যে কত বড় ক্ষতি, এটা শহীদ আফ্রিদির চেয়ে ভালো আর কারও বোঝার কথা নয়। রেকর্ড বইয়ের দিকে তাকালে পাকিস্তান অধিনায়কের দুঃখটা বুঝতে পারবেন আপনিও। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট (৪৩), ম্যাচে সেরা বোলিং (৬/৫), পেসারদের মধ্যে সবচেয়ে বেশি তিনবার ম্যান অব দ্য ম্যাচ, এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ১৯ উইকেটের রেকর্ড (২০০৯ সালে, রেকর্ডে সঙ্গী সাঈদ আজমল) তাঁর। টি-টোয়েন্টিতে ৫ উইকেট পাওয়া তিন বোলারের একজন তিনি, এ ছাড়া চার উইকেট পেয়েছেন সবচেয়ে বেশি তিনবার। সবচেয়ে বেশি ২০টির বেশি ম্যাচ খেলেছেন এমন বোলারদের মধ্যে সেরা বোলিং গড় (১২.৮১), সেরা স্ট্রাইক রেট (প্রতি ১৩ বলে উইকেট) আর তৃতীয় সেরা ইকোনমি রেট (৫.৯০)। টেস্ট-ওয়ানডেতেও ভালো, কিন্তু টি-টোয়েন্টির গুল সত্যিই অসাধারণ

No comments

Powered by Blogger.