বদলে যাচ্ছে একটেলের নাম, প্রতীক by অনিকা ফারজানা

গ্রামীণফোন ও বাংলালিংকের পর এবার বদলে যাচ্ছে দেশের মোবাইল ফোন বাজারে তৃতীয় অবস্থানধারী প্রতিষ্ঠান একটেলের নাম। সেই সঙ্গে বদলে ফেলা হচ্ছে তাদের প্রায় দেড় দশকের পুরোনো প্রতীক (লোগো) ও স্লোগান।
আগামী সপ্তাহে পরিবর্তনের ঘোষণা দেওয়া হবে বলে একটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
একটেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কয়েক দিন পরেই আপনারা সব জানতে পারবেন।’
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্র জানিয়েছে, নাম-লোগো-স্লোগান পরিবর্তনের জন্য তাদের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
জানা গেছে, ‘একটেল’ নাম বাদ দিয়ে একটি বাংলা নাম দেওয়ার চিন্তা করা হচ্ছে। এই নাম ‘রবি’ও হতে পারে।
এর আগে গ্রামীণফোন পুরোনো লোগো বদলে টেলিনরের মূল লোগো নিয়ে আসে। বাংলালিংকও ২০০৫ সালে সেবা টেলিকম কিনে প্রথমে ব্র্যান্ডনেম ও প্রতীক এবং পরবর্তীতে লাইসেন্সের নামও পরিবর্তন করে। কিছুদিন আগে ওয়ারিদও প্রতীকে কিছুটা পরিবর্তন এনেছে। এ ছাড়া ভারতীয় মোবাইল কোম্পানি ভারতী এয়ারটেল ওয়ারিদ অধিগ্রহণ করায় ওয়ারিদের পুরোনো ব্র্যান্ডনেম ও লোগোতে পরিবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র।

No comments

Powered by Blogger.