হিটলারের চিঠি বিক্রি হলো আট হাজার পাউন্ডে

জার্মানির সাবেক স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের লেখা একটি চিঠি নিলামে আট হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। গত মঙ্গলবার যুক্তরাজ্যের একটি নিলামঘরে এই নিলাম অনুষ্ঠিত হয়।
চিঠিতে তারিখ লেখা আছে ১৯৩১ সালের ৩০ সেপ্টেম্বর। ওই সময় ব্রিটেনের চলমান অর্থনৈতিক সংকট নিয়ে একটি প্রবন্ধ লেখার ব্যাপারে ব্রিটিশ সাংবাদিক সেফটন ডেলমারের অনুরোধের জবাবে এই চিঠি লেখেন হিটলার। এই বিষয়ে লিখলে সেটিকে সমালোচনা হিসেবে দেখা হতে পারে এবং ব্রিটিশ জনগণের একটি অংশ একে ধৃষ্টতা হিসেবে বিবেচনা করতে পারে—এই যুক্তি দেখিয়ে অনুরোধটি প্রত্যাখ্যান করেন তিনি।
চিঠিতে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ও জার্মানির মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একটি চুক্তি করার আশাবাদ ব্যক্ত করে হিটলার লিখেছেন, ‘আমি আশা করছি যুদ্ধের পর গত ১২ বছরে ব্রিটেনের জনগণের মনোভাবের পরিবর্তন হয়েছে। আমি খুশি হব জার্মানি ও ব্রিটেনের মধ্যে যদি আবার একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।’
চিঠিটি কিনেছেন কেনেথ রেনডেল নামের একজন মার্কিন নাগরিক। তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জাদুঘরের মালিক।
চিঠিটি যার মালিকানায় ছিল সেই ব্রিটিশ সাংবাদিক ডেলমার ওই সময়ে অন্যতম নামকরা সাংবাদিক ছিলেন।

No comments

Powered by Blogger.