ডলারের বিপরীতে টাকা স্থিতিশীল

দেশে আন্তব্যাংক মুদ্রাবাজারে গত সপ্তাহে আমদানিজনিত চাহিদা কমায় মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় টাকার বিনিময় হার ছিল মোটামুটি স্থিতিশীল। সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৬৯ টাকা ২৪ পয়সায় লেনদেন হয়, যা সপ্তাহশেষে দাঁড়ায় ৬৯ টাকা ২৫ পয়সায়। তবে সপ্তাহের বেশির ভাগ সময়ই আন্তব্যাংক মুদ্রাবাজারে মার্কিন ডলারের পর্যাপ্ত জোগান দেখা গেছে।
ইউরোপের একক মুদ্রা ইউরোর বিপরীতে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি কিছুটা স্থবির হয়ে পড়ে গত সপ্তাহে। গত মঙ্গলবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রি প্রত্যাশার চেয়ে কম হারে হ্রাস পেয়েছে। যে কারণে জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার কিছুটা শক্তিশালী হয়ে ওঠে সপ্তাহের প্রথমে।
আন্তর্জাতিক মুদ্রাবাজারে গ্রিসের অর্থনৈতিক পুনরুদ্ধারের কোনো মৌলিক সমাধান না হওয়ায় আলোচ্য সপ্তাহে (২০ থেকে ২৬ মার্চ) ইউরোর দর সুইস ফ্রাঙ্কসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে পড়ে যায়। গত বুধবার প্রায় সব কয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলার কিছুটা শক্তিশালী হয়ে ওঠে।
গত বৃহস্পতিবার প্রতি ইউরোর বিনিময় হার ১ দশমিক ৩৩ ডলারে চলে যায়, যা ছিল গত ১০ মাসের মধ্যে ডলারের বিপরীতে ইউরোর সর্বনিম্ন বিনিময় হার। যা হোক, সপ্তাহশেষে প্রতি ইউরো ১ দশমিক ৩৪১৪ ডলার, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৪৯০৫ ডলার ও প্রতি ডলার ৯২ দশমিক ৫৩ ইয়েনে লেনদেন হয়।

No comments

Powered by Blogger.