ইউরোর দাম বেড়েছে

ইউরোজোনের নেতারা ঋণ-জর্জরিত গ্রিসকে অর্থ সাহায্য করতে সম্মত হওয়ার পর ডলার ও পাউন্ডের বিপরীতে ইউরোর দাম বেড়েছে।
গ্রিস যদি তার বিপুল ঋণ পরিশোধে সমস্যায় পড়ে, তবে ইউরোপীয় নেতারা গ্রিসকে ২২ বিলিয়ন ইউরো বা ২০ বিলিয়ন পাউন্ডের সমপরিমাণ অর্থ সাহায্য দিতে রাজি হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই গত শুক্রবার ইউরোর দাম ১ সেন্ট বেড়ে ১ দশমিক ৩৩৯৩ ডলারে দাঁড়ায়। গ্রিসের ঋণ সংকটের কারণে গত কয়েক সপ্তাহে ইউরোর দাম পড়ে যাচ্ছিল। পাউন্ডের বিপরীতে ইউরোর দাম গতকাল এক সেন্টের দুই-পঞ্চমাংশ বেড়ে শূন্য দশমিক ৯০ পাউন্ডে দাঁড়ায়।

No comments

Powered by Blogger.