যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মাওবাদী নেতা বিক্রম নিহত

পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে গত বৃহস্পতিবার মাওবাদীদের সঙ্গে যৌথবাহিনীর বন্দুকযুদ্ধে অন্তত ২২ থেকে ২৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এ যুদ্ধে মাওবাদী নেতা বিক্রম নিহত হয়েছেন বলে জানা গেছে। বিক্রমের আসল নাম অভিষেক মুখার্জি। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরেক মাওবাদী নেতা বিকাশ, তবে সরকারিভাবে এ মৃত্যুর কথা এখনো স্বীকার করা হয়নি। মাওবাদীরা প্রকৃত সংখ্যা না জানালেও হতাহতের কথা স্বীকার করেছে। অন্যদিকে মাওবাদী নেতা কিষাণজি এখন কোথায় আছেন, তা নিশ্চিত করা যায়নি। যদিও খবর রটেছে, কিষাণজি আহত হয়ে পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার ভোরে যৌথবাহিনী জানতে পারে, মাওবাদী নেতা কিষাণজিসহ একদল মাওবাদী পশ্চিম মেদিনীপুরের শালবনি-লালগড়-ধরমপুর জঙ্গলে জড়ো হয়েছে। এ খবর পাওয়ার পর ৭০০ পুলিশ ও আধা-সেনা গোটা এলাকা ঘিরে অভিযান শুরু করে। এ সময় মাওবাদীরা প্রতিরোধ গড়ে তুললে যৌথবাহিনীর সঙ্গে তাদের প্রচণ্ড বন্দুকযুদ্ধ শুরু হয়।

No comments

Powered by Blogger.