মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে জিজ্ঞাসাবাদ করেছে বিশেষ তদন্ত দল

ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ওই রাজ্যে মুসলিমবিরোধী দাঙ্গা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে বিশেষ তদন্ত দল (এসআইটি)। গতকাল শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০০২ সালে ওই দাঙ্গায় প্রায় দুই হাজার মুসলমান নিহত হয়।
দাঙ্গার সময় ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি কংগ্রেস দলের সাবেক সাংসদ এহসান জাফরি নিহত হন। তাঁর স্ত্রী জাকিয়া জাফরির অভিযোগের ভিত্তিতে আদালত ১১ মার্চ মোদির প্রতি সমন জারি করেন।
গতকাল সকালে গুজরাটের প্রশাসনিক রাজধানী গান্ধীনগরে এসআইটির দপ্তরে যান মোদি। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম এই নেতা দাঙ্গার বিষয়ে এই প্রথম জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন। তবে জিজ্ঞাসাবাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডে ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হন। এর জের ধরে গুজরাটে দাঙ্গা ছড়িয়ে পড়ে।

No comments

Powered by Blogger.