বারলুসকোনিকে হত্যার হুমকি দিয়ে চিঠি

ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়েছে। প্রেরকের নাম-ঠিকানাবিহীন ওই চিঠির সঙ্গে একটি বুলেটও পাওয়া যায়। গতকাল শনিবার দেশটির পুলিশ সূত্র এ তথ্য জানায়।
পুলিশ জানায়, মিলানের উপশহর লিবাতের একটি ডাকঘরে প্রধানমন্ত্রী বারলুসকোনির মিনানের বাড়ির ঠিকানা উল্লেখ করা ওই চিঠি পাওয়া যায়। একটি বড় খামের ভেতর চিঠি ও একটি বুলেট ছিল। চিঠিতে বারলুসকোনিকে ‘ইঁদুরের মতো করে হত্যা’র হুমকি দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা এএনএসএর প্রতিবেদনে বলা হয়, খামের ওপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইনগাজিও লা রুসাসহ বারলুসকোনির দল পিপল অব ফ্রিডম (পিডিএল) পার্টির চারজন নেতার ছবি আঁকা রয়েছে। সেখানে সবার ছবির নিচে আলাদা করে নামও লেখা আছে।

No comments

Powered by Blogger.