সাবেক সামরিক ঘাঁটি নিলামে বিক্রি

লাটভিয়ার একটি ছোট্ট শহর স্কুন্ড্রা-১। শহরটি বিখ্যাত এ কারণে যে একসময় এটি সাবেক সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে ছিল। এর অবস্থান রাজধানী রিগা থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে। সোভিয়েত ইউনিয়ন শহরটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করত। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে তাদের সেনাবাহিনীও সেখান থেকে চলে যায়। এর পর থেকে এটি ভুতুড়ে শহরে পরিণত হয়।
৪৫ হেক্টরের এই জায়গায় ১০টি বাড়ি, একটি নৈশ ক্লাব, একটি বিপণনকেন্দ্র ও সেনাশিবির থাকলেও সেগুলো এখন শূন্য। পুরো এলাকা জনমানবহীন। কিন্তু লাটভিয়া সরকার পুরো এলাকা বিক্রি করে দিয়েছে একটি রুশ কোম্পানির কাছে। সূত্র: বিবিসি অনলাইন।
জায়গাটি কিনে নেয় আলেকক্সিভোকোচ সার্ভিস নামের একটি কোম্পানি। তবে শহরটির নতুন মালিক সেখানে কী করবে, সে সম্পর্কে কোনো ধারণাই দিচ্ছে না। জায়গাটি কিনতে তাদের গুনতে হয়েছে ৩০ লাখ ডলার। এটি বিক্রি করতেও লাটভিয়া কর্তৃপক্ষ নিলামের আয়োজন করে। বলা হচ্ছে, স্বাভাবিক দামের চেয়ে রুশ ওই কোম্পানি ১০ গুণ বেশি দাম দিয়ে কিনেছে।

No comments

Powered by Blogger.