তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় নারীদের রাখতে হবে: জাতিসংঘ

আফগানিস্তানে তালেবানের সঙ্গে সরকারের যেকোনো শান্তি আলোচনায় অবশ্যই নারীদের অংশগ্রহণ থাকতে হবে। নারীর বিরুদ্ধে বৈষম্য দূরীকরণবিষয়ক জাতিসংঘের এক কমিটি জেনেভায় আলোচনার পর গত শুক্রবার এ বিষয়ে সতর্ক করে দেয়।
কমিটি এক বিবৃতিতে জানায়, তালেবানের সঙ্গে যেকোনো চুক্তিতে পৌঁছোতে হলে নারীর অধিকার রক্ষা ও সম্মানের প্রতি একটি স্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। খবর এএফপি।
২৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘের বিশেষজ্ঞ এ কমিটি আফগান সরকার ও তার বিদেশি মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তালেবানদেন সঙ্গে আলোচনার জন্য নারী প্রতিনিধির বিষয়টি নিশ্চিত করতে হবে।
গত মাসে আফগানিস্তানবিষয়ক লন্ডনে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উচ্চপর্যায়ের বৈঠকে নারীদের বাদ দেওয়ায় এ কমিটির সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

No comments

Powered by Blogger.