যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া পান্ডা এখন চীনে

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া একজোড়া বাচ্চা পান্ডাকে চীনে ফেরত পাঠানো হয়েছে। সে দেশের সিচুয়ান প্রদেশে এদের নতুন জীবন শুরু হয়েছে। এদের চীনা ভাষা শিক্ষা দেওয়া হবে। খাদ্যাভ্যাসও বদলানো হবে। পান্ডা দুটির নাম মেই লান ও তাই শ্যান। এদের বাবা-মাকে ধার দিয়েছিল বেইজিং।
মেই লান (৩) ও তাই শ্যানকে (৪) ‘পান্ডা এক্সপ্রেস’ নামে একটি বিশেষ বিমানে করে নেওয়া হয়েছে সিচুয়ানের চেংদু এলাকার চিড়িখানায়। তাই শ্যানের রক্ষণাবেক্ষণকারী নিকোলে মেসেও এদের সঙ্গে এসেছেন। বিবিসি অনলাইন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রে এই পান্ডা দুটিকে বেশি আঁশযুক্ত খাবার দেওয়া হতো। চীনে এদের খাওয়ানো হবে রুটি ও বাঁশের অঙ্কুর। এতদিন এদের নির্দেশ দেওয়া হতো ইংরেজি ভাষায়। এখন থেকে চীনা ভাষায় তালিম দেওয়া হবে। চীন বিভিন্ন দেশের চিড়িয়াখানাকে শর্তসাপেক্ষে পান্ডা ধার দিয়েথাকে। বেইজিং কর্তৃপক্ষ শর্ত অনুযায়ীধার দেওয়া পান্ডা ও এদের সন্তানদের নির্দিষ্ট সময়শেষে চীনকে ফেরত দিতে হয়।

No comments

Powered by Blogger.