অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার প্রত্যন্ত উত্তর-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় লরেন্স আঘাত হানার আশঙ্কায় গতকাল সোমবার সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে বয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এবং এর প্রভাবে কিছু এলাকায় জলোচ্ছ্বাস থেকে বন্যা দেখা দেবে।
পশ্চিম অস্ট্রেলিয়ার জরুরি সেবা কর্তৃপক্ষ বলছে, গত সপ্তাহে তিমুর সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি দক্ষিণ দিকে অগ্রসর হয়ে আকরিক লোহাসমৃদ্ধ পিলবারা অঞ্চলের দিকে ধাবিত হচ্ছে।
সতর্ক বার্তায় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বয়ে যাওয়ার সময় বাতাসের গতিবেগ থাকবে ২৬০ কিলোমিটার। ওই এলাকার লোকজনকে উপকূলীয় ঘূর্ণিঝড় কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে।

No comments

Powered by Blogger.