অ্যাঞ্জেল জলপ্রপাতের নাম পাল্টাবেন শাভেজ

পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম পাল্টানো হবে। ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলের ওই জলপ্রপাতটি সারা বিশ্বে ‘অ্যাঞ্জেল ফলস’ নামে পরিচিত। সে দেশের প্রেসিডেন্ট হুগো শাভেজ সম্প্রতি এ কথা বলেছেন।
জলপ্রপাতটি ১৯৩৭ সালে মার্কিন বিমানচালক জিমি অ্যাঞ্জেল আবিষ্কার করেন। এর পর থেকে তাঁর নামানুসারেই এটির পরিচিতি লাভ করে। শাভেজ তাঁর সাপ্তাহিক রেডিও এবং টেলিভিশন শো হ্যালো মি. প্রেসিডেন্ট-এ বলেন, ‘এটা মেনে নেওয়া হাস্যকর যে এক মার্কিন ভদ্রলোক বিমানে উড়ে এসে আমাদের জলপ্রপাতটি আবিষ্কার করেন। তার মানে এখানে জনবসতি ছিল না। কোনো মানুষ ছিল না।’ শাভেজ আরও বলেন, ‘এটাই সত্য যে অ্যাঞ্জেল সাহেব উড়ে আসার অনেক আগে থেকেই জলপ্রপাতটি আমাদের ছিল। এটিকে অ্যাঞ্জেল বলে আর ডাকা কারও উচিত নয়। স্থানীয় আদিবাসীরা জলপ্রপাতটিকে বলে কেরেপাকুপাই মেরু।’

No comments

Powered by Blogger.