রানার্সআপ বিমান

শেষ বলে মোহামেডানের কাছে হেরে রানার্সআপও হতে পারল না আবাহনী। কাল সিসিএসকে ৬ উইকেটে হারিয়ে রানার্সআপ হয়ে গেছে বিমান। আবাহনী ও বিমান দুদলের পয়েন্ট (২৫) হলেও লিগের প্রথম পর্বে মুখোমুখি লড়াইয়ে জয় এগিয়ে দিয়েছে বিমানকে। সুপার লিগে দুদলের ম্যাচটি হয়েছিল ‘টাই’।
ফতুল্লায় তাপস ঘোষ (৮৫) ও নাজমুলের (৮৯) হাফ সেঞ্চুরিতে ৪৯.৩ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায় সিসিএস। ২৪ বল বাকি থাকতেই এই রান টপকে যায় বিমান। সর্বোচ্চ ৫৫ রান ওপেনার মুশফিকুর রহিমের, ৫৪ করেছেন হাশান্থা ফার্নান্দো। ধানমন্ডিতে কলাবাগান-ভিক্টোরিয়া ম্যাচটি ছিল দুই ব্যাটসম্যান আবুল বাশার ও মোহাম্মদ জাহিদের লড়াই। ভিক্টোরিয়ার বাশার করেছেন ১০১, কলাবাগানের পাকিস্তানি ব্যাটসম্যান জাহিদ ১০৭। রানসংখ্যার মতো ম্যাচের ফলেও জয়ী জাহিদ। ভিক্টোরিয়া ৫০ ওভারে ২৫৯ রানে অলআউট হয়ে যাওয়ার পর জাহিদের কল্যাণে ৪৪.১ ওভারে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় কলাবাগান।

No comments

Powered by Blogger.