২৩ জেলায় ফাইবার অ্যাট হোমের লিংক স্থাপন

দেশব্যাপী অপটিক্যাল ফাইবারভিত্তিক কমন ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপনের কাজ চলছে। কাজটি সম্পন্ন হলে এই নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল ফোন, কেব্ল টিভি অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা জনগণকে আরও কার্যকর সেবা দিতে পারবে। ‘ফাইবার অ্যাট হোম’ নামের একটি প্রতিষ্ঠান এ কাজ করছে।
গত ছয় মাসে প্রতিষ্ঠানটি ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, ফেনী, নরসিংদী, বাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাসহ বেশ কিছু উপজেলায় প্রায় এক হাজার ২০০ কিলোমিটার এইচডিপিই ডাকট স্থাপন সম্পন্ন করেছে। বর্তমানে এসব জেলায় দ্রুততার সঙ্গে ফাইবার ব্লো করার কাজ চলছে। এসব স্থানে এসডিএইচ, এমপিএলএসের সেবা দেওয়ার লক্ষ্যে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপন করছে ফাইবার অ্যাট হোম লিমিটেড। ১০ জানুয়ারির মধ্যে এ জেলাগুলোয় সেবা দেওয়া সম্ভব হবে।

No comments

Powered by Blogger.