শ্রীলঙ্কার সশস্ত্রবাহিনী প্রধানের পদত্যাগ

শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর প্রধান শরত্ ফনসেকা পদত্যাগ করেছেন। তামিল টাইগার বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীর লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
জেনারেল ফনসেকা প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বিবেচনা করছেন বলে জানা গেছে। আগামী এপ্রিলের আগে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি রাজনৈতিক সূত্র বিবিসিকে জানায়, প্রেসিডেন্ট দ্রুত তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। সাম্প্রতিক মাসগুলোতে রাজাপক্ষে ও ফনসেকার মধ্যে মতবিরোধ বেড়েছে বলে গুঞ্জন রয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনার বিষয়ে বিরোধী জোটের সঙ্গে কথা বলছেন ফনসেকা। বিরোধী রাজনীতিকেরা বলছেন, সশস্ত্র বাহিনীর প্রধানের পদ থেকে সরে যাওয়ায় তাঁর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ পরিষ্কার হলো।

No comments

Powered by Blogger.