আফগানিস্তানে বাড়তি সেনা পাঠানো ঠিক হবে না -কাবুলে মার্কিন রাষ্ট্রদূত

আফগানিস্তানে অতিরিক্ত সেনা পাঠানোর কৌশল নিয়ে মার্কিন প্রশাসনে বিতর্ক যখন তুঙ্গে, তখন কাবুলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, আফগানিস্তানে নতুন করে সেনা পাঠানো ঠিক হবে না। একই সঙ্গে তিনি হামিদ কারজাইয়ের নেতৃত্বাধীন আফগান সরকারের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউইয়র্ক টাইমস গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত কার্ল আইকেনব্যারির এ বক্তব্যে আফগানিস্তানে কর্মরত মার্কিন জেনারেলদের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটতে পারে। কারণ, মার্কিন জেনারেলরা আফগানিস্তানে চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে অতিরিক্ত ৪০ হাজার সেনা পাঠাতে বলেছেন। ওবামা প্রশাসন এ নিয়ে দফায় দফায় বৈঠক করছে। সর্বশেষ গত বুধবারও প্রেসিডেন্ট ওবামা এ বিষয়ে বৈঠক করেন। আফগানিস্তান বিষয়ে গত আগস্ট থেকে ওবামা প্রশাসনের এটি ছিল অষ্টম বৈঠক। বৈঠকে কার্ল আইকেনব্যারি ভিডিও লিংকের মাধ্যমে অংশ নেন।

No comments

Powered by Blogger.