অন্য দ্রগবা

তিনি এমন এক দেশ থেকে উঠে এসেছেন, যে দেশের মানুষের মাথাপিছু গড় আয় ১২০০ ডলারের একটু বেশি। সেই দিদিয়ের দ্রগবা গত বছর একাই আয় করেছেন প্রায় ১ কোটি ২০ লাখ ডলার! পশ্চিম আফ্রিকার গরিব দেশ থেকে উঠে এসে অর্থ-বিত্ত-যশের চূড়ায় পা রেখেছেন। কিন্তু ভুলে যাননি দেশের কথা। চেলসির তারকা স্ট্রাইকার তাই নির্মাণ করতে চলেছেন দোতলা হাসপাতাল। ওয়েবসাইট।
১৫০ থেকে ২০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল বানাতে ৩০ লাখ পাউন্ড দরকার দ্রগবার। বিশ্বের শীর্ষ ২০ ধনী ফুটবলারের একজন দ্রগবার সঙ্গে নতুন চুক্তি হচ্ছে কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেপসির। এই চুক্তি থেকে পাওয়া টাকার পুরোটাই তিনি দান করে দেবেন হাসপাতালের তহবিলে। পাশাপাশি ক্লাব ও বিভিন্ন উত্স থেকে তহবিল সংগ্রহ করবে দিদিয়ের দ্রগবা ফাউন্ডেশন। এরই মধ্যে জায়গা কিনে ফেলা হয়েছে দ্রগবার নিজের নামে নির্মীয়মাণ এই হাসপাতালের।
এ বছর আবিদজানের একটি হাতপাতাল পরিদর্শন করতে দিয়ে প্রথম তাঁর মাথায় এই চিন্তা আসে বলে জানিয়েছেন দ্রগবা, ‘হাতপাতালের পরিস্থিতি দেখে আমি শিউরে উঠেছিলাম। স্রেফ ওষুধের অভাবে সাধারণ সব রোগেও শিশুদের মৃত্যুর প্রহর গুনতে দেখেছি আমি।’

No comments

Powered by Blogger.