স্মিথ-বসম্যানে পিষ্ট ইংল্যান্ড

আর একটু হলে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার করা টি-টোয়েন্টি ক্রিকেটের ২৬০ রানের বিশ্ব রেকর্ডটাই ভেঙে ফেলত দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে কাল নতুন রেকর্ড করতে না পারলেও ইংল্যান্ডের বিপক্ষে দুই ওপেনার গ্রায়েম স্মিথ ও লুটস বসম্যান মিলে দ্বিতীয় সর্বোচ্চ রানটা এনে দিলেন স্বাগতিকদের, এনে দিলেন ৮৪ রানের জয়ও।
স্মিথ-বসম্যানের ওপেনিং জুটি ১৩.১ ওভারেই স্বাগতিকদের এনে দিয়েছে ১৭০ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটা যেকোনো উইকেট জুটিতেই রেকর্ড। মাত্র ৪৪ বলে ৮ চার আর ৬ ছক্কায় ৮৮ রান স্মিথের। রাইটের বলে অ্যান্ডারসনকে ক্যাচ দিয়ে মাত্র চার রানের জন্য সেঞ্চুরি মিস করা বসম্যানের ৯৪ রান এসেছে ৪৫ বলে, ৫টি বাউন্ডারির সঙ্গে ৯টি ছক্কা মেরেছেন তিনি। মিডল-অর্ডারে এবি ডি ভিলিয়ার্স করেছেন ১৩ বলে ২৪ রান। দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে করা ২৪১ রানের জবাবে ইংল্যান্ড ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করেছে ১৫৭ রান, সর্বোচ্চ ৫১ রান করেছেন জোনাথন ট্রট।
বৃষ্টির বাধায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১ রানে জিতেছিল ইংল্যান্ড। ওই পরাজয় কাল নিশ্চিত করেই তাতিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।

No comments

Powered by Blogger.