ছিনতাই বৃদ্ধি

সিলেটে সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়েছে। সিলেটের স্থানীয় পত্রিকাগুলো খুললেই প্রতিদিন ছিনতাইয়ের খবর চোখে পড়ে। নগরীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের কাজে ব্যবহার হচ্ছে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় এ ধরনের ছিনতাই বেশি হচ্ছে। ছিনতাইকারীরা অনেকক্ষেত্রে যাত্রীবেশে অটোরিকশায় আসে এবং রাস্তা থেকে যাত্রী উঠিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের টাকা-পয়সা, মোবাইল ফোনসেটসহ সর্বস্ব লুটে নেয়।
১১ নভেম্বর প্রথম আলোর চারের পাতায় প্রকাশিত প্রতিবেদনে ছিনতাইয়ের সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতার বিষয়টি জানা যায়; যা সিলেটের জনসাধারণের জন্য আতঙ্কের বিষয়। পুলিশের সংশ্লিষ্টতার কারণে ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠবে একথা নিঃসন্দেহে বলা যায়। ছিনতাইয়ের সঙ্গে সঙ্গে অজ্ঞান পার্টির কথাও শোনা যাচ্ছে, যা আরও ভয়ঙ্কর। জনগণের নিরাপত্তা দানকারীরা যদি অপরাধচক্রের সঙ্গে যুক্ত থাকে তাহলে সাধারণ জনগণ নিরাপত্তার জন্য কার কাছে যাবে! সিলেটের শান্তিপ্রিয় জনগণের কথা ভেবে কর্তৃপক্ষ সিলেট শহরের ছিনতাই প্রতিরোধকল্পে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এ প্রত্যাশাই করে সিলেটবাসী।
কর্তৃপক্ষকে সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তার দিকটি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
বিদ্যুত্ কুমার বিশ্বাস
এম সি কলেজ, সিলেট

No comments

Powered by Blogger.