গিবসের সামনে আরেকটি সুযোগ

আন্তর্জাতিক ক্রিকেটটা তাহলে শেষ হয়ে যায়নি হার্শেল গিবসের জন্য! দক্ষিণ আফ্রিকার এই হার্ডহিটার ওপেনারের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে ‘এ’ দলের ডাক। আগামীকাল পচেফস্ট্রুমে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলে ডাক পেয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ৪০ ওভারের ক্রিকেটে তিন ম্যাচ খেলে একটা সেঞ্চুরিসহ ১৬৩ রান করেছেন গিবস। সেটাই আবার আন্তর্জাতিক ক্রিকেটের পথ দেখাচ্ছে তাঁকে। দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাচক মাইক প্রক্টর বলেছেন, ‘সাম্প্রতিক এমটিএন ৪০ ম্যাচে দারুণ ফর্ম দেখিয়েছে হার্শেল। এর পর এই ম্যাচটা তাঁর সামনে আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পাওয়ার আরেকটা সুযোগ করে দিচ্ছে। আমরা তার কাছে যেমন ধারাবাহিকতা আশা করি, সেটা ও দেখাচ্ছে।’
সপ্তাহ তিনেক আগে ঘোষিত প্রথম ‘এ’ দলে ছিলেন গিবস। তবে প্রক্টর তখনই বলেছিলেন, ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স তাঁকে একটা সুযোগ দিলেও দিতে পারে।

No comments

Powered by Blogger.