বিদেশে ইউরেনিয়াম পাঠাতে চায় না ইরান

ইরান তার স্বল্পমাত্রায় সমৃদ্ধ করা ইউরেনিয়াম বিদেশে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতিবিষয়ক কমিটির প্রধান এ কথা জানিয়েছেন।
তেহরানের ওই শীর্ষস্থানীয় কর্মকর্তা আলাউদ্দিন বরুজার্দি বার্তা সংস্থা আইএসএনএকে বলেছেন, ‘২০ শতাংশ সমৃদ্ধকরণের জ্বালানি গ্রহণের বিনিময়ে আমরা ইতিমধ্যে সমৃদ্ধ করা এক হাজার ২০০ কেজি ইউরেনিয়ামের বেশির ভাগ অংশ দিয়ে দিতে পারি না। বিদেশে ইউরেনিয়াম পাঠানোর বিষয়টি নিয়ে আমরা আরও ভাবতে চাই। আমরা জ্বালানি অর্জনের উপায় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি। একটা কার্যকর সমাধানে পৌঁছানোর জন্য আলোচনা অব্যাহত আছে।’
তেহরানের একটি পরমাণু গবেষণা চুল্লিতে প্রয়োজনীয় ইউরেনিয়াম সরবরাহ নিয়ে গত মাসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান এল বারাদির মধ্যস্থতায় ইরান ও ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

No comments

Powered by Blogger.