ব্রাজিল-ম্যানসিটি দ্বন্দ্বের মূলে রবিনহোর ইনজুরি

১৪ নভেম্বর কাতারের দোহায় ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচ। তেমন বড় কিছু নয়, একটি প্রীতি ম্যাচ মাত্র। বাছাইপর্ব শেষ, দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে এমন কিছু ম্যাচ সব দলই খেলবে। কিন্তু এ ম্যাচটি হঠাত্ করেই আলোচনায় চলে এল কার্লোস দুঙ্গা রবিনহোকে দলে রাখায়। ক্লাব বনাম জাতীয় দলের চিরায়ত দ্বন্দ্বটাও প্রকাশ হয়ে পড়ল আরেকবার।
কাকা-রবিনহোরা ব্রাজিল দলের ‘প্রাণ’। তাঁরা তো দলে থাকবেনই। রবিনহোর দলে থাকা তাহলে আবার বিশেষ কেন হবে? বিষয়টি আসলে বিশেষ হয়ে উঠেছে রবিনহোর ইনজুরির কারণে। সেপ্টেম্বর মাসে ব্রাজিলের পক্ষে খেলতে গিয়েই অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার। সেই চোটের কারণে ম্যানসিটিতে ১০টি ম্যাচ খেলতে পারেননি, এখনো খেলার মতো ফিট নন। এর মধ্যেই দুঙ্গা তাঁকে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে রাখায় বেজায় চটেছেন ম্যানসিটি কোচ মার্ক হিউজ।
সম্প্রতি অনুশীলনে ফিরলেও রবিনহো যে এখনো ম্যাচ খেলার জন্য ফিট হয়ে ওঠেননি, হিউজ বলেছেন, ‘মাঠভিত্তিক অনুশীলন রবি এখনো শুরু করেনি। আগামী সপ্তাহে আন্তর্জাতিক ম্যাচ আছে ওর। কিন্তু ও এখনো এ রকম ম্যাচ খেলার পর্যায়ে নেই।

No comments

Powered by Blogger.