আফগানিস্তান থেকে জাতিসংঘ তার ২০০ কর্মী সরিয়ে নেবে

জাতিসংঘ মহাসচিব বান কি মুন গত শুক্রবার বলেছেন, আফগানিস্তান থেকে ২০০ কর্মচারীকে সাময়িকভাবে সরিয়ে নেবে সংস্থাটি। সম্প্রতি কাবুলে জাতিসংঘের একটি
অতিথিশালায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হলো।
জাতিসংঘ মহাসচিব বলেন, আফগানিস্তান থেকে প্রায় ২০০ কর্মচারীকে সরিয়ে এই অঞ্চলেরই অন্য কোনো ক্ষেত্রে নিযুক্ত করা হবে। বান কি মুন সম্প্রতি তাঁর কাবুল সফরের
ব্যাপারে নিরাপত্তা পরিষদকে অবহিত করার পরপরই এ ঘোষণা দিলেন। তিনি বলেন, গণমাধ্যমে ৬০০ কর্মচারীকে সরিয়ে নেওয়ার ব্যাপারে যে ধরনের খবর বেরিয়েছে, তা
ঠিক নয়। আসলে ২০০ কর্মচারীকে এখান থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে।

No comments

Powered by Blogger.