পাকিস্তান সিরিজে খেলছেন ভেট্টোরি

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ড্যানিয়েল ভেট্টোরির খেলা নিয়ে ইনজুরিজনিত যে অনিশ্চয়তা ছিল, সেটা কেটে গেছে। ২৪ নভেম্বর ডানেডিন টেস্ট দিয়ে শুরু হতে যাওয়া সিরিজের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট ফিট ঘোষণা করেছে অধিনায়ককে।
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আমিরের বাউন্সারে চোট পেয়েছিলেন ভেট্টোরি। বল সরাসরি আঘাত করেছিল তাঁর হেলমেটে। পরে ভেট্টোরি বমি করায় তাঁকে নিয়ে ভালোই দুশ্চিন্তা দেখা দেয়। দুটি টি-টোয়েন্টি ম্যাচের কোনোটিতেই খেলেননি, অনিশ্চয়তা ছিল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা নিয়েও। কিন্তু স্ক্যান রিপোর্ট দেখার পর কাল নিউজিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতি উড়িয়ে দিল সেই আশঙ্কা, ‘সে এখন অনেক ভালো বোধ করছে এবং ২৪ নভেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্ট থেকেই পাওয়া যাবে তাঁকে।’
এটা নিউজিল্যান্ডের জন্য যতটাই সুসংবাদ, ঠিক ততটাই দুঃসংবাদ কাল নিউজিল্যান্ডের মাটিতে পা রাখা পাকিস্তানের জন্য। কারণ আসন্ন সিরিজে নিজেদের ব্যাটিং লাইনআপের জন্য পাকিস্তান বড় হুমকি হিসেবে দেখছে ভেট্টোরিকেই। নিউজিল্যান্ড রওনা হওয়ার আগে পাকিস্তান কোচ ইন্তিখাব আলম জানিয়েও দিয়েছেন, ‘ভেট্টোরিকে ভালো খেলতে হবে আমাদের। তাঁকে বেশি উইকেট দেওয়া চলবে না।’
ভেট্টোরি ছাড়াও পাকিস্তানের আরও এক দুশ্চিন্তার নাম নিউজিল্যান্ডের উইকেট। নিউজিল্যান্ডে গ্রীষ্মের মাত্র শুরু, অধিনায়ক মোহাম্মদ ইউসুফ তাই চিন্তিত, ‘ঘটনা হলো, মৌসুম শুরু হতে না হতেই নিউজিল্যান্ডে যাচ্ছি আমরা। আবহাওয়া তাই ঠান্ডা থাকবে। উইকেটও থাকবে সিমিং। অমন পরিস্থিতিতে ব্যাটিং করাটা হবে আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ।’

No comments

Powered by Blogger.