প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত পৌঁছানোর পদক্ষেপ নিয়েছে জনতা ব্যাংক

প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত তাদের আত্মীয়স্বজন তথা উপকারভোগীদের কাছে পৌঁছানোর লক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড ইনস্ট্যান্ট ক্যাশ রেমিটেন্স অপারেশন চালু করেছে।
এ ব্যাপারে ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে জনতা ব্যাংক একটি নতুন কর্মসূচি হাতে নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত। অনুষ্ঠানে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আমিনুর রহমান এবং ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ এশীয় অঞ্চলের সিনিয়র কান্ট্রি ম্যানেজার ভিজেই রাজ পাদওয়াল, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রবাসীদের পাঠানো অর্থ উপকারভোগীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে ব্যাংক কোনো ধরনের কমিশন কাটবে না। এমনকি কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই গ্রাহকেরা ওই অর্থ তুলতে পারবেন। তবে গ্রাহক পরিচিতি নিশ্চিত হতে তাঁদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা বৈধ ড্রাইভিং লাইসেন্স কিংবা নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্রের ফাটোকপি সঙ্গে আনতে হবে।
প্রাথমিক পর্যায়ে দেশজুড়ে জনতা ব্যাংকের স্পিডি রেমিটেন্স পেমেন্ট সিস্টেমের আওতাভুক্ত ২০৫টি শাখায় গ্রাহকেরা এ সুবিধা পাবেন।

No comments

Powered by Blogger.