ঢাকঢোল পিটিয়ে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণের আহ্বান- বগুড়ায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

মিউচুয়াল ফান্ড-সংক্রান্ত মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৪ নভেম্বর। হাইকোর্টের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত গতকাল বৃহস্পতিবার মামলার শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন। ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির সম্ভাবনা দেখা দিয়েছে।
বাদীপক্ষের আইনজীবী এম জহির এবং বিবাদীপক্ষের আইনজীবী মাহমুদুল ইসলাম গতকাল শেষ শুনানিতে অংশ নেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত বছরের মাঝামাঝি আইন সংশোধনের মাধ্যমে মেয়াদি বা ‘ক্লোজ এন্ড’ মিউচুয়াল ফান্ডে বোনাস লভ্যাংশ ঘোষণা এবং রাইট ইস্যু নিষিদ্ধ করে।
এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনজন বিনিয়োগকারী ওই বছরের ৪ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলা নিষ্পন্ন না হওয়া পর্যন্ত তালিকাভুক্ত সব মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ ঘোষণার ওপর স্থগিতাদেশ জারি করেন।
আদালতের নিষেধাজ্ঞার কারণে পর পর দুই বছর মিউচুয়াল ফান্ডগুলো কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। এদিকে দুই বছর ধরে লভ্যাংশ না পাওয়ায় বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

No comments

Powered by Blogger.