প্লাতিনির চোখে বছরটা এবার মেসির

‘আমার মনে হয় এই মুহূর্তে আমি খেলোয়াড় হিসেবে যাকে সবচেয়ে পছন্দ করতে পারি সে একজন আর্জেন্টাইন এবং বার্সেলোনার হয়ে খেলে’—একটু ধাঁধার মতো করে কথাগুলো বলেছেন মিশেল প্লাতিনি, উয়েফা সভাপতি। ধাঁধার মতো শোনালেও এর মধ্যে মোটেও ধোঁয়াশা নেই। লিওনেল মেসির কথাই বলেছেন ফরাসি ফুটবল কিংবদন্তি।
মেসিকে শুধু সবচেয়ে পছন্দের খেলোয়াড় বলেই থামেননি তিনবার ইউরোপের বর্ষসেরা এবং দুবার ওয়ার্ল্ড সকার-এর বর্ষসেরা সাবেক খেলোয়াড়। বলেছেন, ‘মেসিকে আমি দারুণ পছন্দ করি এবং আমার বিশ্বাস, সে বছর শেষে জিতে নেবে সবগুলো ট্রফি।’
গত মৌসুমে বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে আগস্টে ইউরোপের সেরা ক্লাব খেলোয়াড়ের খেতাব জিতেছিলেন আর্জেন্টিনার ‘ছোট জাদুকর’। তবে ২০০৮-এর ব্যালন ডি’অর আর ফিফা বর্ষসেরা পুরস্কার পাননি। দুটোই জিতেছিলেন রিয়াল মাদ্রিদের (তখন ম্যানচেস্টার ইউনাইটেডের) পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দুই জায়গাতেই মেসি হয়েছিলেন দ্বিতীয়। তবে প্লাতিনি মনে করেন, রোনালদোর মতো ২০০৯ সালটা হবে মেসিরই, ‘তার গত বছরটা অসাধারণ গেছে। আগের বছর ক্রিস্টিয়ানো রোনালদোর মতো স্বীকৃতিটা তার প্রাপ্য।’
এ বছর ১ ডিসেম্বর ঘোষিত হবে ব্যালন ডি’অর বিজয়ীর নাম। গত রোববার প্রকাশিত ৩০ জনের প্রাথমিক তালিকায় রোনালদোর পাশে তাঁর নাম ওঠাটা ওই পুরস্কার জয়ের পথে মেসির প্রথম পদক্ষেপ। ব্যালন ডি’অরের পর আসবে সবচেয়ে বড় পুরস্কার, ফিফা বর্ষসেরার ঘোষণা। সাংবাদিকেরা ব্যালন ডি’অর পুরস্কারের নির্বাচক ফিফা বর্ষসেরার নির্বাচকমণ্ডলী, সারা বিশ্বের জাতীয় দলগুলোর কোচ ও অধিনায়ক। ওই নির্বাচকমণ্ডলীকে প্রভাবিত করার কিছু নেই মিশেল প্লাতিনির। তবে তিনি যখন এবার সবগুলো পুরস্কার মেসির হাতে উঠবে বলে ভবিষ্যদ্বাণী করছেন, তখন তার আলাদা একটা গুরুত্ব তো থাকেই।

No comments

Powered by Blogger.