গাছ নিধন

৩ অক্টোবরের প্রথম আলোর ‘বিশাল বাংলা’ পাতায় ‘বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ৬৫টি গাছ কেটেছেন সিবিএ নেতা’ শিরোনামের লেখাটি পড়ে প্রশ্ন জাগল, দেশে আইন-কানুন বলতে কিছু আছে কি? আশ্চর্যের বিষয়, মেডিকেল কলেজের কর্মচারীদের যোগসাজশে একটি রাজনৈতিক দল সমর্থিত এ সিবিএ নেতা দিনেদুপুরে এতগুলো গাছ কেটে নিয়ে গেল, অথচ কেউ বাধা দিল না। আমরা আমাদের পরিবেশকে রক্ষার জন্য গাছ লাগানোর কথা বলি, বৃক্ষরোপণ কর্মসূচি করি, কোনো কারণে একটি গাছ কাটলে দুটি গাছ লাগানোর কথা বলি। কিন্তু তার পরও কেন নির্বিচারে গাছ নিধন প্রতিরোধে কর্তৃপক্ষকে উদ্যোগী হতে দেখা যায় না? ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে যে বা যারা এভাবে গাছ নিধনে কোমর বেঁধে মাঠে নেমেছে, তাদের রুখতে না পারলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই। এভাবে আর একটি গাছও যাতে নিধন না হয় সে জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি। সঙ্গে সঙ্গে দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
আবু সৈয়দ
আনোয়ারা, চট্টগ্রাম।

No comments

Powered by Blogger.