পাকিস্তানে কয়েকটি পুলিশ স্থাপনায় সন্ত্রাসী হামলা, ২৬ জন নিহত

পাকিস্তানের লাহোর ও কোহাটে একটি গোয়েন্দা সংস্থার কার্যালয় ও তিনটি পুলিশ একাডেমিতে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। খবর বিবিসি অনলাইনের।
সন্ত্রাসীরা এ হামলায় গ্রেনেড ব্যবহার করে বলে বিবিসিকে জানিয়েছেন পুলিশের একজন কর্মকর্তা। গোয়েন্দা সংস্থার এই কার্যালয়ে প্রায় ৫০০ জন লোক কর্মরত ছিলেন বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে, ভবনের ভেতরের সবাই নিরপদে আছেন।
এদিকে বৃহস্পতিবার লাহোরের মানওয়ান ও বেদিয়া নামের দুটি পুলিশ একডেমিতে পৃথক হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা গ্রেনেড ও আস্ত্র নিয়ে এ দুটি পুলিশ একাডেমিতে হামলা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তারক্ষীরা এই হামলা দুটি মোকাবিলার উদ্দেশ্যে অভিযান চালিয়ে যাচ্ছিল। এ তিনটি হামলায় ১৮ জন নিহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
কোহাটে আরেকটি পুলিশ একাডেমিতে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছে।
এখন পর্যন্ত কেউ এই হামলাগুলোর দায়দায়িত্ব স্বীকার করেনি। তবে এ হামলার পেছনে তালেবানদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন পাকিস্তানের গোয়েন্দারা। কারণ মাত্র কয়েক সপ্তাহ আগে সেনা অভিযান বন্ধ না করলে নিরাপত্তারক্ষীদের ওপর হামলা করার হুমকি দিয়েছিল তালেবানরা।

No comments

Powered by Blogger.