সবার ওপরে চেলসি

রাফায়েল বেনিতেজ বা কার্লো আনচেলত্তি—কালকের ম্যাচের আগে কেউই সন্তুষ্ট ছিলেন না তাঁদের দলের পারফরম্যান্সে। নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে কাল আনচেলত্তির অতৃপ্তি কিছুটা দূর হলেও বেনিতেজের মুখে আঁধার থেকেই গেছে। নিকোলাস আনেলকা আর ফ্লোরেন্ত মালুদা লিভারপুলের বিপক্ষে ২-০ গোলের জয় এনে দিয়েছেন চেলসিকে।
গোলশূন্য প্রথমার্ধে দুই দলের আক্রমণে প্রায় সমান ধার থাকলেও চেলসির প্রাধান্য কিছুটা বেশি ছিল। সেটারই ধারাবাহিকতায় ম্যাচের ৬০ মিনিটের মাথায় এগিয়ে যায় তারা আনেলকার গোলে। বাঁ প্রান্ত থেকে দিদিয়ের দ্রগবার নিচু ক্রস অসাধারণ দক্ষতায় লিভারপুলের জালে জড়িয়েছেন ফরাসি স্ট্রাইকার (১-০)। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোল শোধের মরিয়া চেষ্টা করেও হাসতে পারেনি লিভারপুল। উল্টো ইনজুরি সময়ে দ্রগবারই করা মাইনাস থেকে ব্যবধান বাড়ান মালুদা (২-০)।
গতকালের জয়ে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সবার ওপরে উঠে গেছে চেলসি। ১৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দ্বিতীয় স্থানে। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট এর পরই রেখেছে টটেনহামকে। অন্যদিকে ১৯ বছরের শিরোপা-বন্ধ্যাত্ব ঘোচানোর মিশনে কেবলই পিছিয়ে পড়ছে লিভারপুল। ৮ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তারা পঞ্চম স্থানে।
কাল দিনের আরেক ম্যাচে আর্সেনাল ৬-২ গোলে হারিয়েছে ব্ল্যাকবার্নকে।

No comments

Powered by Blogger.