দিনের প্রথম ঘন্টায় ঢাকা

সপ্তাহের শুরুতেই সূচকের ঊর্ধ্বগতি দিয়ে আজ রোববার শুরু হয়েছে ঢাকা শেয়ার বাজার। বেলা ১১টার দিকে সাধারণ সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ১৪৭ পয়েন্টে।
লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম বাড়তির দিকে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৩০টি প্রতিষ্ঠানের, কমেছে ৮৫টি প্রতিষ্ঠানের। এ পর্যন্ত মোট লেনদেন হয়েছে ২১০ কোটি টাকার।
এখন পর্যন্ত শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যমুনা অয়েল, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, নাভানা সিএনজি, ফার্স্ট বিএসআরএস, আফতাব অটো।
ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমতে দেখা গেছে। তবে মিউচ্যুয়াল ফান্ডসহ বীমা কোম্পানির শেয়ারের দাম বাড়তির দিকে লক্ষ্য করা গেছে।
এদিকে আজ থেকে গ্রামীণফোনের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণ শুরু হয়েছে।

No comments

Powered by Blogger.