জি-২০ জোটের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কাজ হবে না

পিটসবার্গে জি-২০ সম্মেলনে জোটের নেতারা বিশ্ববাণিজ্য পুনরুজ্জীবন, সংরক্ষণনীতি পরিহার, বাণিজ্য অর্থায়ন শক্তিশালীকরণ এবং বিনিয়োগের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করা থেকে বিরত থাকতে সংকল্পবদ্ধ হয়েছেন। এবং তাঁরা আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে জি-২০ জোটকে প্রাথমিক ফোরাম করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্যারিসভিত্তিক ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) আন্তরিকভাবে জি-২০ জোটের এসব সংকল্প ও সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। গত বৃহস্পতিবার আইসিসির বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা বাণিজ্য আলোচনাপর্ব সমাপ্তির বিষয়ে জি-২০ নেতারা তাঁদের আগের সিদ্ধান্ত পুনরাবৃত্তি করেছে, যে কারণে আইসিসি হতাশ হয়েছে। চেম্বার বরং মনে করে, জি-২০ নেতারা তাঁদের নিজেদের মধ্যে অঙ্গীকারবদ্ধ হননি যে ২০১০ সাল শেষ হওয়ার আগেই এই আলোচনার সমাপ্তি টানা হবে।
আইসিসি মহাসচিব বলেন, ‘দোহা পর্বের দ্রুত নিষ্পত্তির জন্য তাঁদের আরও বেশি রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এর সফল সমাপ্তিতে একটা চুক্তি বিশ্বব্যাপী সরকারগুলো ও ব্যবসায়ী নেতাদের নাড়া দেবে।’

No comments

Powered by Blogger.