কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল

সেনাবাহিনীর বিপক্ষে প্রথম ম্যাচে ৮-১ জয়, দ্বিতীয় ম্যাচে বিয়ানীবাজারের কাছে হার ০-৩ গোলে। সিটিসেল ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা অনিশ্চিতই ছিল শেখ রাসেলের। কাল দূর হয়েছে তা, শেষ গ্রুপ ম্যাচে ফরাশগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে দলটি।
৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ শেখ রাসেল। ২ জয় আর ১ ড্র নিয়ে রাসেলকে টপকে সিলেট বিয়ানীবাজার ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন। আগেই শেষ আট নিশ্চিত করা বিয়ানীবাজার কাল তৃতীয় ম্যাচে ড্র করেছে (০-০) টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া সেনাবাহিনীর সঙ্গে।
কাল শেখ রাসেলের গোল তিনটি করেছেন ইউসুফ (২টি) ও মোবারক। ফরাশগঞ্জ কোণঠাসা হয়ে গিয়েছিল ৫২ মিনিটে দুই হলুদ কার্ডের শাস্তি হিসেবে ইমরোজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায়। বৃষ্টির মধ্যে এগিয়ে চলা ম্যাচে তারা কোনো জবাবই দিতে পারেনি শেখ রাসেলকে। টুর্নামেন্টে গতবারের সেমিফাইনালিস্ট ফরাশগঞ্জ এবার তিনটি ম্যাচই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
গুরুত্বপূর্ণ চার খেলোয়াড় ছাড়া কাল মাঠে নেমেছিল বিয়ানীবাজার। তার পরও ড্র করতে পারায় অপরাজিত থেকেই শেষ আটে গেল দলটি। তিন ম্যাচে কোনো গোলই খায়নি বিয়ানীবাজার।
আজকের খেলা: চট্টগ্রাম আবাহনী-বাংলাদেশ পুলিশ, ঢাকা আবাহনী-মুক্তিযোদ্ধা (বিকেল ৩টা ও ৫টা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম)

No comments

Powered by Blogger.