রাশিয়া-চীন-ভারত ত্রিপক্ষীয় বৈঠক আজ

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুয় আজ মঙ্গলবার রাশিয়া, চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক হবে। ত্রিপক্ষীয় এ বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরু পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জাইচি। এ বৈঠকে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিশ্ব অর্থনৈতিক মন্দা, সন্ত্রাসবাদ, পাক-আফগান পরিস্থিতি ও জাতিসংঘের সংস্কারের বিষয় নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া বাণিজ্য ও শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও তিন পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন। বৈঠক শেষে একটি যৌথ ঘোষণা দেওয়ার কথা রয়েছে তাঁদের।
এদিকে এ বৈঠকের পার্শ্ববৈঠক হিসেবে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হবে। ওই দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্কের বিষয়গুলোই গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জাইচি ওই বৈঠকে অংশ নেবেন।
গত রোববার এস এম কৃষ্ণা সাংবাদিকদের বলেন, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করার আশা করছেন তাঁরা।

No comments

Powered by Blogger.