শিক্ষার পরিবেশ

উচ্চমাধ্যমিক পাস করার পর অনেক প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তারপর কেন পড়াশোনার এই স্পৃহা আর থাকে না? কিছুদিন থেকে প্রায়ই প্রকাশিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংবাদ।
এ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে যথেষ্ট বই নেই, আবাসিকব্যবস্থা যথেষ্ট নয়; এমনকি হলরুম, গ্যালারি, ক্লাসরুম, সাউন্ড-সিস্টেম কিছুই নেই। সর্বোপরি শিক্ষার কোনো উপকরণই যথেষ্ট নয়। আটটি বিভাগে তিনটি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি হয়েছে, অথচ যথেষ্টসংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। ছাত্র-শিক্ষক রাজনীতির অশুভ তত্পরতাসহ নানা কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থা দূর করে শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিবেন এই প্রত্যাশা করছি।
জনৈক ছাত্র
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

No comments

Powered by Blogger.