টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ১৪১/৮

তৃতীয় ওভারের প্রথম বলে ব্রেন্ডন ম্যাককালাম রান আউট। যিনি রান আউট করলেন, সেই কুলাসেকারাই পঞ্চম ওভারে ফেরালেন অন্য ওপেনার জেসি রাইডারকে (রান তখন ২৬)। এর পরও কাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টসজয়ী নিউজিল্যান্ড ৮ উইকেটে ১৪১ রান করতে পেরেছে রস টেলরের ৪৫ বলে ৬০ রানের কল্যাণে।
কিন্তু টেলর ছাড়া নিউজিল্যান্ডের আর কেউ যে সেভাবে দাঁড়াতেই পারলেন না টি-টোয়েন্টি বিশ্বকাপ রানার্সআপ শ্রীলঙ্কার বৈচিত্র্যময় বোলিংয়ের সামনে। কুলাসেকারা-মালিঙ্গা-বান্দারা সবাই দারুণ বোলিং করেছেন। তবে শেষ ওভারে বাকি সবাইকে ম্লান করে দিয়েছেন লাসিথ মালিঙ্গা। পর পর দুই বলে মিলস ও ভেট্টোরিকে বোল্ড করে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। ১০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলায় শেষটায় আর ঝড় তোলা হয়নি নিউজিল্যান্ডের।

No comments

Powered by Blogger.