‘এ’ দলে ডাক পেলেন ১৯ ক্রিকেটার

আগামী ২৫ সেপ্টেম্বর মহারাষ্ট্র সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ২০ দিনের সফরে দুটি চার দিনের ম্যাচ, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ‘এ’ দলের এই সফরের অনুশীলন ক্যাম্পের জন্য কাল ১৯ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিবি। অনুশীলন ক্যাম্প শুরু হবে আগামী শনিবার থেকে।
২৭-৩০ সেপ্টেম্বর প্রথম চার দিনের ম্যাচটির প্রতিপক্ষ মহারাষ্ট্র অনূর্ধ্ব-২২ দল। ৩ থেকে ৬ অক্টোবর পরের চার দিনের ম্যাচটি রঞ্জি ট্রফির দল মহারাষ্ট্রের বিপক্ষে। ৯, ১০ ও ১১ অক্টোবরের তিনটি ওয়ানডে এবং ১৩, ১৪ ও ১৫ অক্টোবরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচের প্রতিপক্ষও তারাই।
ডাক পাওয়া ১৯ জন: হান্নান সরকার, ইমরুল কায়েস, নাজমুস সাদাত, নাফিস ইকবাল, শামসুর রহমান, ইমরান আহমেদ, রাজিন সালেহ, সগীর হোসেন, নাজমুল হোসেন মিলন, শাহাদাত হোসেন, ডলার মাহমুদ, তালহা জুবায়ের, তারেক আজিজ, জিয়াউর রহমান, সোহ্রাওয়ার্দী, আরাফাত সানি, ফয়সাল হোসেন, নাদিফ চৌধুরী ও সাজিদুল ইসলাম।

No comments

Powered by Blogger.