জাতীয় দিবসে চীন নতুন একটি ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করবে

চীন এই প্রথম নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর জাতীয় দিবসের কুচকাওয়াজের সময় ওই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হতে পারে। একই সঙ্গে কুচকাওয়াজে পরমাণু বোমা বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও ওই দিন প্রদর্শন করা হবে। স্থানীয় দ্য গ্লোবাল টাইমস পত্রিকার খবরে গতকাল বুধবার এ কথা বলা হয়। খবর এএফপির।
পিপলস লিবারেশন আর্মির একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি আরও জানায়, চীন নিজেই ক্ষেপণাস্ত্রটির নকশা এবং এর প্রস্তুতি সম্পন্ন করেছে। তৈরি ক্ষেপণাস্ত্রটি ইতিমধ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এটি এখন পুরোপুরি পরীক্ষার জন্য তৈরি। অন্যান্য সমরাস্ত্রের ব্যাপারে চীনা কর্তৃপক্ষ বিভিন্ন সময় তথ্য দিলেও এই ক্ষেপণাস্ত্রের ব্যাপারে এতদিন তারা মুখ খোলেনি।
চীনের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি নিয়ে বরাবরই উদ্বেগ ও আপত্তি জানিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। বিশেষ করে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে বারবার উদ্বেগ প্রকাশ করেছে। তাইওয়ানকে খবরদারির মধ্যে রাখতেই সম্ভবত চীন এ ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

No comments

Powered by Blogger.