‘৪০ হাজার কশাঘাত সইতেও রাজি’

‘অশোভন’ পোশাক (ট্রাউজার) পরার অপরাধে বিচারের মুখোমুখি সুদানের একজন নারী সাংবাদিক বলেছেন, দেশে প্রচলিত নিষ্ঠুর আইন পরিবর্তনের জন্য তিনি ৪০ হাজারবার কশাঘাত সইতেও রাজি আছেন। বিচারে অপরাধ প্রমাণিত হলে সুদানের আইন অনুযায়ী তাঁকে ৪০ বার কশাঘাত করা হবে। আজ মঙ্গলবার বিচারের রায় হওয়ার কথা। লুবনা আহমেদ আল হুসেইন নামের ওই নারী সাংবাদিক জাতিসংঘের সুদান মিশনে মিডিয়া ডিপার্টমেন্টের পক্ষে কাজ করছেন। এএফপি।
গত ৩ জুলাই খার্তুমের একটি রেস্তোরাঁ থেকে ট্রাউজার ও ঢোলা টি-শার্ট পরা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে সুদানের পুলিশ। সুদানের আইনের ১৫২ ধারা অনুযায়ী তাঁর বিচার হবে। ওই ধারায় বলা আছে, ইসলামি মূল্যবোধের পরিপন্থী কোনো কাজ করলে বা অশোভন পোশাক পরলে অপরাধীকে ৪০ বার চাবুক মারা হবে।
লুবনা টেলিফোনে বলেন, ‘সাজা নিয়ে আমি ভয় পাচ্ছি না। কশাঘাত বা অন্য কোনো সাজা দেওয়া হলে এর বিরুদ্ধে আমি আপিল করব। তবে এর (আইনটির) শেষ দেখতে চাই আমি। প্রয়োজনে সাংবিধানিক আদালতে যাব। ওই আদালত যদি বলে আইনটি ঠিক আছে, তাহলে ৪০ বার নয়, ৪০ হাজারবার চাবুকের আঘাত সইতেও রাজি আছি।’
লুবনা বলেন, ‘আইনের ১৫২ নম্বর ধারাটিকে রদ করাই আমার উদ্দেশ্য।’

No comments

Powered by Blogger.