ইরানে বিক্ষোভকারীদের বিচারের তীব্র নিন্দা করলেন খাতামি

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন-পরবর্তী সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রায় ১০০ জনের বিরুদ্ধে যে বিচারকাজ চলছে, তার তীব্র নিন্দা করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি। এএফপি ও বিবিসি।
খাতামির ওয়েবসাইটে বলা হয়, এই মামলা ইরানের ইসলামিক প্রতিষ্ঠানের ওপর জনগণের যে আস্থা রয়েছে, সেটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
একদল রাজনৈতিক কর্মী ও আইনজীবীর উদ্দেশে খাতামি বলেন, ‘আমি যতটুকু জানি, গতকাল যা হয়েছে সেটা সংবিধান, প্রচলিত আইন এবং নাগরিক অধিকারের পরিপন্থী।

No comments

Powered by Blogger.