অস্ট্রেলীয় রাষ্ট্রদূতকে চীনের তলব

নির্বাসিত উইঘুর নেত্রী রাবেয়া কাদেরের প্রস্তাবিত অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদ জানাতে চীনে অস্ট্রেলীয় রাষ্ট্রদূতকে তলব করেছে চীনা কর্তৃপক্ষ। গতকাল শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। উরুমচিতে সাম্প্রতিক জাতিগত দাঙ্গায় ইন্ধন দেওয়ার জন্য রাবেয়া কাদেরকে অভিযুক্ত করে আসছে বেইজিং।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সামনের সপ্তাহে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের নেত্রী রাবেয়া কাদেরের অস্ট্রেলিয়া সফরের কারণে রাষ্ট্রদূত জিওফ র্যাবির সঙ্গে বৈঠক ডেকেছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী ঝ্যাং ঝিজুন।
চীন অস্ট্রেলিয়ার অন্যতম বাণিজ্য-সহযোগী। রাবেয়া কাদেরকে ভিসা না দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি অনুরোধ জানিয়ে আসছে চীন।

No comments

Powered by Blogger.