শীর্ষ আদালতের রায়: ফিলিস্তিনি বন্দিদের পর্যাপ্ত খাবার দিচ্ছে না ইসরাইল
তাতে ইসরাইলি জিম্মিদের মুক্তির চুক্তি মেনে নিতে আহ্বান জানানো হয়েছে হামাসের প্রতি। ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইসরাইল তার শর্ত মেনে নিয়েছে এবং এখন ‘হামাসেরও সময় এসেছে সেগুলো মেনে নেওয়ার’। তিনি লিখেছেন, ‘এটাই আমার শেষ সতর্কবার্তা। এর পর আর কোনো সতর্কবার্তা আসবে না।’ হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘অবিলম্বে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত’ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা কিছু প্রস্তাব যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে। ট্রাম্প আরও বলেন, খুব শিগগিরই গাজার বিষয়ে একটি চুক্তি হবে এবং তিনি মনে করেন সব জিম্মিকে ফেরত আনা হবে- মৃত বা জীবিত। বর্তমানে গাজায় ৪৮ জন জিম্মি আটক রয়েছে। তার মধ্যে ২০ জন জীবিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইসরাইল এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে অতীতে তারা দাবি করেছে সব জিম্মিকে ফেরত না দিলে কোনো চুক্তি হবে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেন, হামাসের বিরুদ্ধে ‘সম্পূর্ণ বিজয়’ জিম্মিদের ঘরে ফিরিয়ে আনবে।

No comments