মাস্ক কেন ওভাল অফিসে টি-শার্ট পরেন?

ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হেয় করায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সমালোচনা করেছেন তার কাজিন নেট ভ্যান্স। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেছেন নেট। তিনি বলেন, রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমি নির্দিষ্ট স্তরের ভদ্রতা আশা করি। বিশেষ করে ক্যামেরার সামনে। ওই ঘটনায় ট্রাম্প ও ভ্যান্সের আচরণে আশাহত হয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। উল্লেখ্য, রাশিয়া আক্রমণ শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীতে তিন বছর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন নেট। এর আগেও ট্রাম্প ও জেডি ভ্যান্সকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন নেট। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব মেটাতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ‘ইউজফুল ইডিয়টস’ হিসেবে কাজ করেছেন ট্রাম্প ও ভ্যান্স।

সোমবার বিবিসি’র পিএম প্রোগ্রামে  নেট বলেন, হোয়াইট হাউসে ডনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স যেভাবে বৈঠক করেছেন তাতে তিনি মোটেও খুশি নন। বলেন, আমি ইউক্রেন ইস্যুতে এক প্রকার আগ্রহী। তবে এটি অন্য কোনো ইস্যু হলেও আমি বলতাম-সেখানে যা ঘটেছে তা দৃষ্টিকটু হোয়াইট হাউসের কর্মকর্তা ও কিছু সাংবাদিক মিলে একজন বিদেশি নেতাকে হেয়প্রতিপন্ন করেছেন বলে মন্তব্য করেন নেট। বলেন, আমার অনুভূতি এমন ছিল যে, এটা হচ্ছেটা কী? উল্লেখ্য, ট্রাম্প, ভ্যান্স ও  জেলেনস্কির ওই বৈঠক হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। রূপ নেয় বাকবিতণ্ডায়। এর পরিপ্রেক্ষিতে ইউক্রেনে সহায়তা বন্ধের হুমকি দেন ট্রাম্প। জেলেনস্কির বিরুদ্ধে ‘অসম্মানজনক’ আচরণ করার অভিযোগ আনেন ভ্যান্স। এ ছাড়া তাকে অকৃতজ্ঞ বলেও সম্বোধন করেন তিনি। এ বিষয়ে ভ্যান্সের সঙ্গে দ্বিমত  পোষণ করেছেন তার কাজিন নেট।

তিনি বলেন, জেলেনস্কি ইউক্রেন যুদ্ধে যারা সাহায্য করেছে তাদেরকে প্রতিদিনই ধন্যবাদ জানান। নেট আরও বলেন, হয়তো ট্রাম্প ও ভ্যান্সকে জেলেনস্কি পরিপূর্ণ সম্মান দেননি। তবে জেলেনস্কির কাছ থেকে সম্মান চাওয়াটাও অস্বস্তিকর। কারণ ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কির গৃহীত সকল উদ্যোগের পরিপন্থি কাজ করেছেন ট্রাম্প ও ভ্যান্স। এদিকে ওভালকাণ্ডের পর জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। বৈঠকের পর যে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল  সেটিও বাতিল করা হয়।
ওই বৈঠকের পর ট্রাম্প প্রশাসন কিয়েভকে দেয়া সামরিক রসদ ও গোয়েন্দা তথ্য শেয়ার করা বন্ধ করে দেয়। বৈঠকে  জেলেনস্কি স্যুট না পরে হোয়াইট হাউসকে অসম্মান করেছেন বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক। মূলত ইউক্রেনের  সেনাবাহিনীর প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য স্যুট পরেন নি জেলেনস্কি। ওই প্রসঙ্গ টেনে নেট পাল্টা প্রশ্ন করে বলেন- ধনকুবের ইলন মাস্ক তাহলে ওভাল অফিসে কেন সব সময় টি-শার্ট পরে থাকেন?

mzamin

No comments

Powered by Blogger.