ট্রাম্প-পুতিন মুখোমুখি বৈঠকের প্রস্তুতি শুরু
তিনি আরও বলেন, আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আলোচনার বিষয় আছে। অনেক বিপজ্জনক বিষয়ে সমাধানের পথ বের করতে হবে। তার মধ্যে আছে ইউক্রেন ইস্যু। এমন একটি মিটিং আয়োজন করার চেষ্টা আগেভাগেই নেয়া হয়েছে। এজন্য বড় রকমের প্রস্তুতিমূলক কাজ প্রয়োজন। সিনিয়র কর্মকর্তাদের মধ্যে আরও আলোচনার পথ তৈরি করতে আগামী দু’সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দূতরা সাক্ষাৎ করতে পারেন। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে কাজ শুরু করতে মঙ্গলবার একমত হয়েছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। একই সঙ্গে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নত করতে একমত হয়েছেন। এসব নিয়ে সৌদি আরবে উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে।
ওই মিটিংয়ের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বার্তা সংস্থা এপি’কে বলেছেন, দু’পক্ষই তিনটি লক্ষ্য নিয়ে কাজ করতে একমত হয়েছে। তার মধ্যে আছে- ক) ওয়াশিংটন ও মস্কোতে নিজ নিজ দেশের দূতাবাসে স্টাফ পুনর্বহাল। খ) ইউক্রেন শান্তি সংলাপকে সমর্থন করে উচ্চ পর্যায়ের একটি টিম গঠন করা। গ) সম্পর্ক ঘনিষ্ঠ করা এবং অর্থনৈতিক সহযোগিতা উদ্ঘাটন করা। ওই বৈঠকে মার্কো রুবিওর সঙ্গে যোগ দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, সিনিয়র রাশিয়ান কর্মকর্তারা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সেখানে সিদ্ধান্ত হয় শান্তি বজায় রাখার জন্য আরও অনেক কাজ করতে হবে। তবে ওই মিটিংয়ে ইউক্রেনের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না বা তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে ওই আলোচনা থেকে যে সিদ্ধান্তই আসুক না কেন, তা তার দেশ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া নিজের সৌদি আরব সফরও তিনি স্থগিত করেন। বৈঠকের পরদিন অর্থাৎ গত বুধবার তার সৌদি আরব যাওয়ার কথা ছিল। ইউক্রেনকে একপেশে করে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ইউরোপিয়ান মিত্ররাও।

No comments