'ভারতকে হারাতে না পারলে আমার নামও শেহবাজ শরীফ নয়'
ডেরা গাজি খান সফরের সময় শরীফ অবকাঠামো এবং জনসেবা উন্নত করার লক্ষ্যে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন বলে জানা গেছে। তিনি সক্রিয় শাসন ও সংস্কারের মাধ্যমে পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্বনির্ভরতার উপর জোর
শেহবাজ শরীফ জনগণকে আশ্বস্ত করেছেন যে, তার সরকার অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে কাজ করছে, যার লক্ষ্য বিদেশী ঋণের উপর পাকিস্তানের নির্ভরতা কমানো। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আর ঋণের উপর নির্ভর করব না। আমার নেতৃত্বে, পাকিস্তান একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলে নিজের পায়ে দাঁড়াবে।’
প্রধানমন্ত্রী মুদ্রাস্ফীতির উল্লেখযোগ্য হ্রাসের কথাও তুলে ধরেন, দাবি করেন যে তার সরকার ক্ষমতা গ্রহণের সময় থেকে ৪০% থেকে কমে বর্তমানে তা মাত্র ২% হয়েছে।
ভারতের সাথে সংলাপের আহ্বান
ভারতকে ছাড়িয়ে যাওয়ার বিষয়ে শরীফের এই মন্তব্য নয়াদিল্লির সাথে কূটনৈতিক যোগাযোগের আহ্বান পুনর্ব্যক্ত করার কয়েক সপ্তাহ পরেই এসেছে। কাশ্মীর সংহতি দিবসে পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে) আইনসভার একটি বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার সময়, তিনি কাশ্মীর সহ সমস্ত অমীমাংসিত সমস্যা সমাধানের জন্য ভারতকে সংলাপে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য ৩৭০ ধারা বাতিলের প্রসঙ্গ তুলে বলেন, ‘কাশ্মীরের স্বার্থে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ভারতকে ২০১৯ সালের ৫ আগস্টের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতিসংঘের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানাই।’
ভারতকে ছাপিয়ে যাওয়ার জন্য শরীফের অঙ্গীকারের প্রতি সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ভারতকে ছাপিয়ে যাওয়ার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী তার মন্তব্যের সমালোচনা করেছেন এবং তাকে দেশের অভ্যন্তরের চ্যালেঞ্জগুলোর দিকে আগে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছেন, ‘নিজের লোকদের উপর মনোযোগ দিন - মৌলিক বিষয়গুলো ঠিক করুন। ভারতকে পরাজিত করার স্বপ্ন দেখা বন্ধ করুন। ভারতের রাজনৈতিক দলগুলোর ইশতেহারগুলো দেখুন-তারা গুরুত্ব সহকারে বৃদ্ধির কৌশল এবং ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করে। শরীফের বক্তৃতায় বৃদ্ধি, শিক্ষা, অবকাঠামো বা স্বাস্থ্যের কোনও কথা নেই-কেবল ফাঁকা, ফিল্মি লাইন। যার কোনও বাস্তব অর্থ নেই।’
আরেকজন ব্যবহারকারী ব্যঙ্গ করে বলেছেন, শেহবাজ শরীফ ভারতকে হারাতে চান, কিন্তু পাকিস্তানে ওয়াইফাই সিগন্যালেই সমস্যা রয়েছে। ভারতকে লক্ষ্য করার আগে ডেঙ্গু, ঋণের বোঝাকে হারাও।’
সূত্র : লাইভমিন্ট

No comments