মহাকাশ থেকেই দিওয়ালির শুভেচ্ছা সুনীতা উইলিয়ামসের, হোয়াইট হাউসে প্রদীপ জ্বালালেন বাইডেন

মহাশূন্যেই আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস। তাই এবার  মহাকাশ থেকেই গোটা বিশ্বকে আলোর উৎসবে শুভেচ্ছা জানালেন  ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারী । আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে শেয়ার করা ভিডিওতে তিনি বলেন, আইএসএস থেকে দিওয়ালির শুভেচ্ছা। এই দিন নিজের বাবার সম্পর্কেও স্মৃতিচারণ করেন সুনীতা। তিনি বলেন, ছোট থেকেই তাঁর বাবা তাঁকে ভারতের বিভিন্ন উৎসব ও দিওয়ালি উদযাপন করতে শিখিয়েছিলেন। নিজের সংস্কৃতির কথা মনে রাখার শিক্ষা দিয়েছিলেন এভাবেই। তাঁর কথায়, এই বছর তিনি পৃথিবীপৃষ্ঠের ২৬০ মাইল উপর থেকে দিওয়ালি উদযাপনের সুযোগ পেয়েছেন। যা তাঁর কাছে এক অনন্য অভিজ্ঞতা । গত ৭ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা ও বুচ উইলমোর। উৎক্ষেপণের পরেই একাধিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে তাঁদের মহাকাশযানে। না ঘুমিয়ে নিজেরাই সেই ত্রুটি মেরামত করেন তারা। যাবতীয় সমস্যা পেরিয়ে গন্তব্যে পৌঁছে যায় তাঁদের মহাকাশযান। কিন্তু এর পর ফের ত্রুটি ধরা পড়ে।  স্টারলাইনারকে সুনীতাদের ছাড়াই ফেরত পাঠানোর পরিকল্পনা করা হলেও দুই মহাকাশচারী আপাতত আটকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে।

অন্যদিকে  হোয়াইট হাউসে বিগত বছরগুলির মতো ধূমধাম করে দীপাবলি উৎসবের সূচনা হল।  প্রেসিডেন্ট বাইডেন নিজে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন।  সোমবার মহাকাশ থেকে ভিডিও কলে সেই অনুষ্ঠানে যোগ দেন সুনীতা। এই অনুষ্ঠানে যোগ দেন অন্তত ৬০০ জন ভারতীয় বংশোদ্ভূত। ওই অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসের প্রশংসা করেন বাইডেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রশাসনে দক্ষিণ এশিয়া থেকে সে দেশে যাওয়া মানুষদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি। বাইডেন বলেন, “প্রেসিডেন্ট হিসাবে  হোয়াইট হাউসের সবচেয়ে বড় দীপাবলি উৎসবে যোগ দিতে পেরে আমি সম্মানিত। আমার কাছে এটা বড় বিষয়।”ভোটের প্রচারে ব্যস্ত থাকায় কমালা হোয়াইট হাউসের অনুষ্ঠানে থাকতে পারেননি। তিনি দীপাবলির অনুষ্ঠান করবেন কি না স্পষ্ট নয়।

সূত্র:  wionews

mzamin

No comments

Powered by Blogger.