৭ বছর ধরে বন্ধ সিলেটের পাথর কোয়ারি, কর্মহীন লাখো শ্রমিক by মিনহাজ উদ্দিন
সবক’টি নদীতেই নদী ভাঙন দেখা দিয়েছে মারাত্মকভাবে। নদী সমূহের উৎসমুখে পাথরজট তৈরি হওয়াতে বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে তীব্র স্রোত দেখা দেয় এবং পানির তোড়ে ব্যাপক ভাঙন শুরু হয়। ফসলি জমি, পান সুপারির বাগান, বাড়িঘর, স্কুল, মাদ্রাসাসহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। হুমকির মুখে রয়েছে আরও অগণিত মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাট-বাজার, চা বাগানসহ বিস্তৃত পতিত জমি। সিলেটের গোয়াইনঘাটের পাথর কোয়ারিগুলোও একই সময় থেকে বন্ধ রয়েছে। এমতাবস্থায় মাঝে মধ্যে লুকিয়ে কিংবা প্রশাসন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে কোয়ারিতে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনে গেলেও প্রশাসনের মোবাইলকোর্টের অভিযান আর পুলিশের ধর পাকড়ের শিকার হচ্ছে শ্রমিক ব্যবসায়ীরা। এ বিষয়ে জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন খান আনু বলেন, দীর্ঘ ৭ বছর থেকে জাফলংসহ সিলেটের সকল পাথর কোয়ারী থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। এ কারণে পাথর ব্যবসার সঙ্গে জড়িতরা মানবেতর জীবনযাপন করে আসছেন। দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন বন্ধ থাকায় সবক’টি কোয়ারিতে বহুগুণ বেড়েছে পাথরের পরিমাণ। তাছাড়া প্রতিবছর পাহাড়ি ঢলেও উজান থেকে নেমে আসে পাথর। ফলে উৎসমুখে পাথরের স্তূপে নেমে আসা পানি প্রবাহের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এসব পাথর দ্রুত অপসারণ না করলে এলাকায় নদী ভাঙন প্রকট আকার ধারণ করবে।
জাফলং স্টোনক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখ্ত বলেন, পাথর কোয়ারি সমূহের কার্যক্রম বন্ধ থাকাতে স্টোন ক্রাশারমিল সমূহ দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। শত শত স্টোনক্রাশার মিল বন্ধ থাকায় এসব প্রতিষ্ঠানে ঝং ধরেছে। কোয়ারি বন্ধজনিত কারণে স্টোনক্রাশার মিল প্ল্যান্ট বন্ধ। লাখ লাখ টাকা বিনিযোগ করে গড়ে তোলা একেকটি প্রতিষ্ঠান পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। একদিকে পরিবার পরিজনের দৈনন্দিন খরচ, অপরদিকে ব্যাংকের দেনা টাকার কিস্তি নিয়ে মারাত্মক কষ্টে দিনযাপন করছেন। এমন অর্থনৈতিক সংকটের সময় আমাদের এসব ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর কেউ নেই। কোম্পানিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ও পাথর ব্যবসায়ী শাব্বির আহমদ বলেন, আমরা সরকারের কাছে বার বার সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দিতে দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকারের তরফে বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই। সিলেট চেম্বার অ্যান্ড কমার্স ইন্ড্রাস্টির সাবেক সভাপতি তাহমিন আহমদ বলেন, সিলেটের পাথর কোয়ারি বন্ধ থাকার কারণে বিনিয়োগকারী ব্যবসায়ীরা বছরের পর বছর কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন। কোয়ারির বিষয়ে আমরা একরকম ষড়যন্ত্রের শিকার। আশা করছি সরকার আমদানি নির্ভরতা কমিয়ে সনাতন পদ্ধতিতে আবারো সবক’টি পাথর কোয়ারী খুলে দিতে দ্রুত পদক্ষেপ নেবে। উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, সরকারি সিদ্ধান্তে জাফলং বিছনাকান্দিসহ বিভিন্ন পাথর কোয়ারি বন্ধ আছে। বর্তমানে কোয়ারি পাথর, বালি উত্তোলন অবৈধ। তাই অবৈধভাবে উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
No comments