বর্ষার নাচ by হাসান মাহমুদ
আপডেট- ০৪ আগস্ট ২০১৯: এখন
বর্ষাকাল। পাবনার নৃত্য সংগঠন গন্তব্যের নৃত্যশিল্পীরা তাই বৃষ্টির গানের
সঙ্গে নৃত্য পরিবেশন করেছে। নৃত্যানুষ্ঠান জলতরঙ্গে অংশ নেয় ২১ জন
শিক্ষানবিশ নৃত্যশিল্পী। গোপালপুর ললিতকলা ইফা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
চলছে বর্ষার নাচ।
বর্ষার গানের সঙ্গে ছিল নাচ।
শিশু শিল্পীদের নাচও ছিল আকর্ষণীয়।
বৃষ্টি নিয়ে প্রেম, ভালোবাসা, বিরহ ফুটে ওঠে শিল্পীদের নাচে।
একক, দ্বৈত বা দলীয় সব নাচেরই মূল বিষয় ছিল বর্ষা।
নৃত্যানুষ্ঠান মুগ্ধ করে দর্শকদের।
একসঙ্গে সব শিল্পীরা।
No comments