উত্তর রাখাইনের মিনবায়ায় লোকজনের চলাচল নিষিদ্ধ করেছে মিয়ানমার সেনাবাহিনী

মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে মিনবায়া টাউনশিপের কাছে ৩০টির মতো গ্রামকে চলতি মাসের শুরু থেকে অবরুদ্ধ করে রেখেছে। ওই এলাকাকে যুদ্ধক্ষেত্র বিবেচনা করে তারা এই কাজটি করেছে বলে স্থানীয় অধিবাসী ও আরাকানি আইনপ্রণেতারা জানিয়েছেন।

রাখাইন রাজ্যসভায় মিনবায়া থেকে নির্বাচিত এমপি উ লা থিয়েন অং জানান যে তিনি ও আরো দুই এমপি এবং কিছু স্থানীয় লোকজন অবরুদ্ধ গ্রামগুলোর পরিস্থিতি দেখতে ৯ আগস্ট হোপন থা চাউং নদীর পাশে ওই এলাকায় সফরে যাওয়ার সময় লেট খোটে গ্রামের কাছে সেনাবাহিনী তাদের আটকে দেয়।

তিনি বলেন, সেনাবাহিনী লেট খোটে গ্রামের পাশে একটি পাহাড়ের উপর কামান বসিয়েছে, যে স্থানটি কবরস্থান হিসেবে গ্রামবাসী ব্যবহার করে। আশপাশের আরো অনেক এলাকায় পর্বত চুঁড়ায় কামান মোতায়েন করা হয়েছে বলে অং উল্লেখ করেন।

সেনাদের কাছে অং বাধাদানের কারণ জানতে চাইলে তারা জানায় যে হোপন থা চাউং এলাকাকে সক্রিয় যুদ্ধ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সফরকারীদের নিরাপত্তার জন্য সেখানে কাউকে যেতে দেয়া হচ্ছে না।

সেনাবাহিনী ওই এলাকা থেকে কাউকে বের হতে দিচ্ছে না বলেও অং জানিয়েছেন।

No comments

Powered by Blogger.